New Update
/anm-bengali/media/post_banners/Hg9aWNvMNEDqmP0THyNx.jpg)
নিজস্ব সংবাদদাতা: লোকসভা এবং রাজ্যসভার একাধিক নেতাদের স্থগিত নোটিশ জারি করা হয়েছে। কংগ্রেস সাংসদ ডঃ অমি ইয়াজনিক, সাংসদ ডঃ সৈয়দ নাসির হুসেন, সাংসদ প্রমোদ তিওয়ারি, সিপিআইএম সাংসদ এলামরাম করিম এবং টিআরএস সাংসদ কে কেশব রাওকে রাজ্যসভায় স্থগিত নোটিশ দেওয়া হয়েছে।
অপরদিকে, বিআরএস সাংসদ নামা নাগেশ্বর রাও এবং কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর ও মনীশ তেওয়ারিকে লোকসভায় স্থগিত নোটিশ দেওয়া হয়েছে।