জাতিসংঘ মিশনের মানবাধিকার প্রধানকে বহিষ্কার করল মালি

author-image
Harmeet
New Update
জাতিসংঘ মিশনের মানবাধিকার প্রধানকে বহিষ্কার করল মালি

নিজস্ব সংবাদদাতাঃ মালির অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মানবাধিকার বিভাগের প্রধানকে দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গুইলাউম এনগেফা-আতন্ডোকো আন্দালিকে বহিষ্কারের সিদ্ধান্তটি মালির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে সুশীল সমাজের সাক্ষীদের পক্ষপাতদুষ্টভাবে বেছে নেওয়ার সঙ্গে সম্পর্কিত। মালিতে জাতিসংঘ মিশন মিনুসমা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। মালিতে রাশিয়ার বেসরকারী সামরিক ঠিকাদার ওয়াগনার গ্রুপের অংশীদারিত্বে মালির সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহারের অভিযোগে মালির কর্তৃপক্ষ চাপের মুখে পড়েছে।