নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রবিবার রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবোভ। তিনি বলেন, "৫৪ বছর বয়সী এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে ৫১ ও ৫৫ বছর বয়সী দুই পুরুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।" সিনেগুবোভ বলেন, 'দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলায় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দুই নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন।'