New Update
/anm-bengali/media/post_banners/kuC4hdgQXTx29i1yjTDP.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: রাত পেরোলেই মা মনসা দেবীর পুজো। কিন্তু করোনা অতিমারিতে প্রতিমার আমদানী বেশি থাকলেও প্রতিমার বাজারে ভিড় নেই ক্রেতাদের । প্রতিমা বিক্রেতাদের দাবি বাজারে প্রতিমার দাম হাতের নাগালে থাকলেও ক্রেতার সংখ্যা না নাকায় চিন্তায় রয়েছেন বিক্রেতারা। মনসা দেবীর প্রতিমা নিতে এসে এক ক্রেতা জানা গিয়েছে, সংক্রমণ কালে বিধি মেনে আয়োজন করা হচ্ছে পুজোর । দেবীর আরাধনায় কোনো খামতি না রেখেই আগামীকাল পুজোর আয়োজন হবে ।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us