নিজস্ব সংবাদদাতাঃ পিংলায় শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে হামলার মুখে বিজেপি কর্মী সমর্থকদের বাস। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ঘাটাল দাসপুর রাজ্য সড়কের নিমতলা এলাকায়। উল্লেখ্য, বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে ঘাটাল থেকে বেশ কিছু কর্মী সমর্থক বাসে করে শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে গিয়েছিলেন। সভা থেকে বাড়ি ফেরার পথে দাসপুরের নিমতলার কাছে কিছু দুষ্কৃতি হামলা চালায় বিজেপি সমর্থকদের বাসে। ঘটনায় কেউ গুরুতর জখম না হলেও ইটের আঘাতে চোট পায় বাসের চালক। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বাস থেকে নেমে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কোনও ক্রমে বিজেপি কর্মীদের বুঝিয়ে এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশকর্মীরা। কারা হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।