New Update
/anm-bengali/media/post_banners/tlVYeOfgoclA6eEs8ZHx.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল: খনিগর্ভে চাল ধসে মৃত্যু হলো এক কর্মীর। ঘটনাটি ঘটেছে ইসিএল-এর ধেমোমেন কোলিয়ারিতে। সঞ্জয় মাজি নামে সিনিয়র ওভারম্যান খনিগর্ভে পর্যবেক্ষণ করতে নামেন। আচমকা তার ওপর খনির চাল ধসে পড়ে। অন্যান্য শ্রমিকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। ইসিএল-এর কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us