ফের ভাঙনের পথে নেপালের সরকার গঠনকারী দলগুলির জোট

author-image
Harmeet
New Update
ফের ভাঙনের পথে নেপালের সরকার গঠনকারী দলগুলির জোট



নিজস্ব সংবাদদাতা: ফের ভাঙনের পথে নেপালের সরকার গঠনকারী দলগুলির জোট। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহলের নেতৃত্বাধীন মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। 

Rabbi Lamichhane announces Nepal Swatantra Party - Himal Sanchar

রবিবার অনুষ্ঠিত দলীয় বৈঠকে মন্ত্রিসভা থেকে ওয়াক আউটের সিদ্ধান্ত নেয় এই দল। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ১৯ জন এমপি নিয়ে জোটের চতুর্থ বৃহত্তম দল।