New Update
/anm-bengali/media/post_banners/J6wgfOEaRGvAjIXZNHpC.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও তৃণমূল কংগ্রেসের বড় রদবদল ঘটলো। পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে দুটি সাংগঠনিক জেলা তৈরী হল। বেশ কিছু চেনা মুখের পাশাপাশি অচেনা মুখ আনা হয়েছে সংগঠনে। মেদিনীপুর সাংগঠনিক জেলাতে চেয়ারম্যান করা হয়েছে দীনেন রায়কে। সভাপতি করা হয়েছে সূজয় হাজরাকে। অপরদিকে ঘাটাল জেলা ইউনিটে চেয়ারম্যান করা হয়েছে অমল পন্ডাকে। সভাপতি করা হয়েছে আশীষ হুতাইতকে। দায়িত্ব দেওয়া হয়েছে দীপালি সিংকে। তাকে দেওয়া হয়েছে ঘাটাল সাংগঠনিক জেলার যুবর দায়িত্ব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us