New Update
/anm-bengali/media/post_banners/At2Thn1zvJZBvUq08GZi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লিওনেল মেসির গোলে শনিবার তুলুসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। চোটের কারণে নেইমার ও কিলিয়ান এমবাপ্পে দলের বাইরে থাকায় দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল মেসির ওপর। প্যারিসের খেলোয়াড়রা অবশ্য শুরুটা ভালো করতে পারেননি। পার্ক ডেস প্রিন্সেসে ম্যাচের ২০ তম মিনিটে ব্র্যাঙ্কো ভ্যান ডেন বুমেন গোল করে তুলুসের পক্ষে লিড এনে দেন। ম্যাচের ৩৮তম মিনিটে আচরফ হাকিমের গোলে সমতায় ফেরে ক্রিস্টোফ গ্যালটিয়ারের দল। ৫৮ মিনিটে মেসির জয়সূচক গোল। পিএসজি জয় পাওয়ার পর নেটিজেনদের অনেকে বলছেন, "না এমবাপ্পে, না কোনো সমস্যা"।
⌛️ It’s over! We win 2️⃣ - 1️⃣ 🆚 Toulouse FC!
⚽️ @AchrafHakimi 38'
⚽️ Leo Messi 58' #PSGTFCpic.twitter.com/9uTcRrnyKG— Paris Saint-Germain (@PSG_English) February 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us