বিপুল পরিমাণে অবৈধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ

author-image
Harmeet
New Update
বিপুল পরিমাণে অবৈধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : ১৫ই আগস্ট নাকা চেকিং করে বিপুল পরিমাণে অবৈধ কাফ সিরাপ উদ্ধার করলো আলিপুরদুয়ারের জেলা পুলিশ প্রশাসন। আলিপুরদুয়ারের বীরপাড়া চৌপথিতে নাকা চেকিং করার সময় এক লরিকে আটক করে পুলিশ। এরপর লরির ভেতর থেকে একে একে বেরিয়ে আসে কাফ সিরাপ। এই ঘটনায় গাড়ির চালক বাদল শেখ নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১৫ হাজার কাফ সিরাপের বোতল মালদা জেলা বৈশনব নগর থেকে আসামের দিকে নিয়ে যাচ্ছিল ধৃত। মোট কাফ সিরাপের বাজার মূল্য ২০ লক্ষ টাকা।