New Update
/anm-bengali/media/post_banners/tPHHhOnl9Eeqf9NDKg69.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: করোনা অতিমারি প্রভাব ফেলেছে মনসা প্রতিমাতেও।চিন্তার ভাজঁ প্রতিমা বিক্রেতাদের। মঙ্গলবার মা-মনসা দেবীর পূজো। শ্রাবণ মাসের শেষ দিনেই বাংলার ঘরে ঘরে এই পূজো হয়।স্বাভাবিক ভাবেই বিক্রেতারা প্রতিমা থেকে শুরু করে ফল,পদ্মপাতা,পদ্ম ফুল সবটাই নিয়ে বসেছে কিন্তু ক্রেতার দেখা নেই।এই অতিমারিতে সাধারণ মানুষ এক প্রকার প্রতিমা ছাড়াই পূজো করছেন। আলিপুরদুয়ারের প্রতিমা বিক্রেতা রঞ্জিত সাহা বলেন " প্রতিবছর প্রতিমা দারুণ ভাবে বিক্রি করলেও এবছর করোনা আবহের জন্য বিক্রি হচ্ছেনা। স্বাভাবিক ভাবেই আমারা সমস্যায় পড়েছি।সন্ধ্যার সময় অল্পবিস্তর বিক্রি হওয়ার আশায় বসে আছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us