জেলেনস্কির সাথে ঐকমত্য প্রকাশ জার্মানির চ্যান্সেলরের

author-image
Harmeet
New Update
জেলেনস্কির সাথে ঐকমত্য প্রকাশ জার্মানির চ্যান্সেলরের


নিজস্ব সংবাদদাতা: পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত আনার জন্য ব্যবহার না করার বিষয়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। 

Scholz says Zelensky to take part in G7 summit | The Guardian Nigeria News  - Nigeria and World News — World — The Guardian Nigeria News – Nigeria and  World News

রবিবার তিনি এই বিষয়ে জানিয়েছেন। উল্লেখ্য, জেলেনস্কি পূর্বেই জানিয়েছে, পশ্চিমা দেশগুলি থেকে আগত অস্ত্রগুলি রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনার জন্য ব্যবহার করা হবে না। নিজেদের প্রতিরক্ষার জন্য এই অস্ত্রগুলি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলেনস্কি।