ভানিয়ামবাডিতে পদদলিত হয়ে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা

author-image
Harmeet
New Update
ভানিয়ামবাডিতে পদদলিত হয়ে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা


নিজস্ব সংবাদদাতা: শনিবার তামিলনাড়ুর তিরুপাত্তুরের ভানিয়ামবাডিতে থাইপুসাম উৎসব উপলক্ষে একজন ব্যক্তি শাড়ি ও ধুতি বিলি করার প্রস্তুতি নেন। 

Tamil Nadu CM MK Stalin to launch 'CM on Field Visit' programme in February  - India Today

তবে তার টোকেন নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এবার পদদলিত হয়ে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন।