উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল কান্নায়, একাধিক মৃত্যু

author-image
Harmeet
New Update
উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল কান্নায়, একাধিক মৃত্যু


নিজস্ব সংবাদদাতা: উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল কান্নায়। তামিলনাড়ুর তিরুপাত্তুরের ভানিয়ামবাডিতে থাইপুসাম উৎসব উপলক্ষে একজন ব্যক্তি শাড়ি ও ধুতি বিলি করার উদ্যোগ নেন। তার টোকেন নেওয়ার জন্য অনেক মানুষ জড়ো হয়। আর তারপরেই বাধে হুড়োহুড়ি। যার ফলে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।