নিজস্ব সংবাদদাতাঃ রবিবারই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, চতুর্দশ সংস্করণের আইপিএলের দ্বিতীয় লেগের বাকি ম্যাচ খেলতে বাধা নেই সাদা বলের ক্রিকেটের বিশেষজ্ঞ অজি প্লেয়ারদের। তাই আজ, সোমবার থেকেই আইপিএল এবং তারপর অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা অজি প্লেয়ার ডেভিড ওয়ার্নার। ইন্সটাগ্রামে ওয়ার্নারের পোস্ট করা একটি ভিডিও থেকে জানা গিয়েছে একথা।