New Update
/anm-bengali/media/post_banners/QRDNOxhLO2zXLBfQMm2Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আদানি ইস্যুতে বিগত দুদিন ধরে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভা। বিরোধীদের হই হট্টগোলের জেরে আগামী ৬ ফেব্রুয়ারি অবধি মুলতুবি হয়ে গিয়েছে দুই কক্ষেরই অধিবেশন। এদিকে হু হু করে পড়ছে আদানি গোষ্ঠীর একাধিক সংস্থার শেয়ার। এদিকে জেপিসি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি করেছে বিরোধীরা। ফলে আদানি ইস্যুতে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিশানা করে বলেছেন যে এটা মোদী সরকার নয়, এটা আদানি-আম্বানিদের সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us