নিজস্ব সংবাদদাতা: অসমে রাজ্যব্যাপী বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে বিশ্বনাথ জেলায় ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'আমরা এ পর্যন্ত ১৩৯ জনকে গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন থানায় বাল্যবিবাহ সংক্রান্ত ৯৭টি মামলা দায়ের করেছি। ১৩৯ জনের মধ্যে সুটিয়া থানা থেকে ২৩ জন, বিশ্বনাথ চারিয়ালি সদর থানা থেকে ২৪ জন, জিঞ্জিয়া থানা থেকে ২০ জন, বেহালি থানা থেকে ৩০ জন, হেলেম থানা থেকে ৯ জন এবং গোহপুর থানা থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।'