মনিপুরে বিস্ফোরণ

author-image
Harmeet
New Update
মনিপুরে বিস্ফোরণ


নিজস্ব সংবাদদাতা: আজ সকালে মনিপুরের ইম্ফল পূর্ব জেলার হাপ্তা কাংজেইবুংয়ে একটি ফ্যাশন শোর জন্য অনুষ্ঠান মঞ্চে বিস্ফোরণ ঘটেছে। ফলে চাঞ্চল্য ছড়ায়। তবে বিস্ফোরণের ফলে কোনও হতাহতের খবর নেই। পুলিশের সন্দেহ বিস্ফোরকটি ছিল চাইনিজ গ্রেনেড। তদন্ত শুরু হয়েছে।