খনি তোলার কাজ বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের

author-image
Harmeet
New Update
খনি তোলার কাজ বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের

হরি ঘোষ, জামুড়িয়া: ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির সম্মুখিন হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল এর নর্থ সিয়ারসোল খোলামুখ খনির উৎপাদন। ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে ক্ষতির জন্য শ্রমিকদেরকেই দায়ী করছেন। রবিবারও ছুটি পাচ্ছেন না তারা। তারই প্রতিবাদে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন নর্থ সিয়ারসোল খোলামুখ খনির শ্রমিকদের একাংশ। বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ যে, ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের জন্য একই কাজ দুবার করে করতে হচ্ছে। খনিতে দীর্ঘদিন ধরে জল জমে যাওয়ার ফলে সেখানে উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। যার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়াকে। তাছাড়াও লক্ষ লক্ষ টাকা দিয়ে রাস্তা নির্মাণ করার পর আবার সেই রাস্তা কেটে দেওয়ার ফলে সংস্থার প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে।