উত্তপ্ত মেঘালয়, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হল

author-image
New Update
উত্তপ্ত মেঘালয়, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হল

নিজস্ব প্রতিনিধি:মেঘালয়ের মকিনরো ফাঁড়ির একটি পুলিশের গাড়ি জইআও-এ আগুন লাগিয়ে দিল এক অজ্ঞাতপরিচয় যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি প্রথমে থামানো হয় শিলং বাইপাসের কাছে মাওলাই মকিনরোতে এবং ভাঙচুর চালানো হয়। ফাঁড়ির ওসি সহ ৬-৭ জন পুলিশকর্মী পাশের জঙ্গলে পালিয়ে যান। যুবকটি তখন অস্ত্র লুঠ করে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।