হাসপাতালের স্টোর রুম থেকে উদ্ধার গন্ধগোকুল

author-image
Harmeet
New Update
হাসপাতালের স্টোর রুম থেকে উদ্ধার গন্ধগোকুল

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচতলায় স্টোর রুমে ঘাপটি মেরে বসে বৃহদাকার গন্ধগোকুল,খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে জখম দুই বনকর্মী।





 ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায়,এই সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচতলায় একটি স্টোর রুমে ঘাপটি মেরে বসে থাকতে দেখা যায় বৃহদাকার একটি গন্ধগোকুলকে। ওই স্টোর রুমে মজুত থাকে সেলাইন সহ চিকিৎসার অন্যান্য কিট বা সামগ্রী। স্টোর রুমে ঘাপটি মেরে রয়েছে গন্ধগোকুল,  খবর জানাজানি হতেই রীতিমতো হুলস্থূল কান্ড বেধে যায় রোগী থেকে কর্মীদের মধ্যে।খবর দেওয়া হয় বনদপ্তরে, দাসপুর সুলতাননগর বিটের কয়েকজন কর্মী হাসপাতালে হাজির হয় গন্ধগোকুল উদ্ধার। স্টোর রুমে ঘাপটি মেরে বসে থাকা গন্ধগোকুলকে বাগে আনতে তাকে জাল দিয়ে ধরতে গিয়ে তার কামড় খায় দুজন বনকর্মী, তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয় হাসপাতালেই।দীর্ঘ টানাপোড়েনের পর বনকর্মীদের জালে ধরা দেয় ওই গন্ধগোকুল, তার স্বাস্থ্য পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে বলে জানান বনদপ্তরের রিকোভারি টিমের সদস্যরা। যদিও হাসপাতালের ভিতরে একদম পাঁচতলায় গন্ধগোকুল থাকার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি রোগীদের। তবে কি করে হাসপাতালের পাঁচতলায় এই প্রাণীটি প্রবেশ করলো তা নিয়ে ধন্ধে সকলেই।