জঙ্গি তাণ্ডবে উত্তপ্ত শিলং, মঙ্গলবার পর্য্যন্ত জারি কার্ফিউ

author-image
New Update
জঙ্গি তাণ্ডবে উত্তপ্ত শিলং, মঙ্গলবার পর্য্যন্ত জারি কার্ফিউ

নিজস্ব প্রতিনিধি:উত্তপ্ত মেঘালয়ের শিলং। বৃহস্পতিবার এইচএনএলসি সংগঠনের প্রতিষ্ঠাতা চেরিস্টারফিল্ডথাঙ্খেয়র  মৃত্যু হয়। চেরিস্টারফিল্ড আত্মসমর্পণ করেছিলেন এর আগে। রবিবার ছিল চেরিস্টারফিল্ডের অন্ত্যেষ্টি। সেই অন্তেষ্টি ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে শিলং। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বহু জায়গায় জারি করা হয় কার্ফিউ। পরে রাতে পদত্যাগ করেন মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী লাখমেন রিম্বুই।