রুশ বাহিনী ডোনেটস্কে গোপন সংঘবদ্ধতার প্রস্তুতি নিচ্ছে: ইউক্রেনের সামরিক বাহিনী

author-image
Harmeet
New Update
রুশ বাহিনী ডোনেটস্কে গোপন সংঘবদ্ধতার প্রস্তুতি নিচ্ছে: ইউক্রেনের সামরিক বাহিনী


নিজস্ব সংবাদদাতা: ডোনেটস্ক সহ ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার রাশিয়ার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রুশ বাহিনী ডোনেটস্কে গোপন সংঘবদ্ধতার প্রস্তুতি নিচ্ছে।

Gunmen kill 11 at Russian army base in new blow to Moscow's Ukraine  campaign | Reuters

 বাহিনীর তরফে জানানো হয়েছে, ডোনেটস্ক অঞ্চলের অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলগুলিতে এই প্রস্তুতি চলছে। বিশেষত হরলিভকা শহরে রাশিয়া গোপন সংঘবদ্ধকরণের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে বলে বাহিনীর তরফে জানানো হয়েছে।