সড়কপথে কেশপুর যাবেন অভিষেক, আশঙ্কায় স্থানীয় নেতারা!

author-image
Harmeet
New Update
সড়কপথে কেশপুর যাবেন অভিষেক,  আশঙ্কায় স্থানীয় নেতারা!

নিজস্ব সংবাদদাতা: দলীয় সূত্রের খবর সড়ক পথেই কেশপুরে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আর তাতেই ঘুম ছুটেছে কেশপুরের তৃণমূল নেতা থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের পদাধিকারীদের। বিশেষ করে তার যাত্রাপথের আশেপাশে যতগুলি ব্লক ও গ্রাম পঞ্চায়েত আছে সেই সব এলাকার নেতারা খবরটি শোনার পর থেকেই তটস্থ হয়ে পড়েছেন। কখন কার উপর কোপ পড়ে সেই আশঙ্কাতেই ভুগছেন সকলে। সম্প্রতি আবার সভাস্থলের এলাকাতেই শাসকদলের বিরুদ্ধে আবাস দুর্নীতির একাধিক অভিযোগে এই মুহুর্তে সরগরম গোটা এলাকা।