New Update
/anm-bengali/media/post_banners/EJqEzG6MVCTkeGQecCHa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করল ইডি। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে, আম আদমি পার্টি দিল্লি মদ কেলেঙ্কারি থেকে প্রাপ্ত অর্থ গোয়ায় নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করেছে। ইডি-র দায়ের করা চার্জশিটে বলা হয়েছে, "এখনও পর্যন্ত এই ঘুষ লেনদেনের ট্রেল খতিয়ে দেখে জানা গিয়েছে যে এই তহবিলের কিছু অংশ আম আদমি পার্টির নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছিল।" স্বাভাবিকভাবেই ইডির এহেন চাঞ্চল্যকর দাবিকে ঘিরে যে শাসক দল যথেষ্ট অস্বস্তিতে পড়বে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us