New Update
/anm-bengali/media/post_banners/Dh44biTfM8f4l95o3f9K.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিরিয়ানি...নাম শুনলেই আমদের জিভে জল চলে আসে। অনেকেই আমরা এই বিরিয়ানিতে চিকেনের লেগ পিস খেতে পছন্দ করি। কিন্তু এরকম ঘটনা হয়তো কোনওদিন ঘটেনি। যা শুনলে অবাক হবেন আপনিও। চিকেন বিরিয়ানিতে লেগ পিস নেই বলে অভিযোগ জানিয়ে এক মন্ত্রীকে টুইটে ট্যাগ করে বসলেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। নগরোন্নয়ন মন্ত্রী কে টি রামারাও টুইটের জবাব দিতে গিয়ে বলেন, "ভাই, আমাকে এতে ট্যাগ করেছো কেন? আপনি আমার কাছ থেকে কী আশা করেছিলেন?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us