গরিব মানুষের টাকা দেওয়া হচ্ছে নির্বাচিত সংস্থাগুলিকে, অভিযোগ খাড়গের

author-image
Harmeet
New Update
গরিব মানুষের টাকা দেওয়া হচ্ছে নির্বাচিত সংস্থাগুলিকে, অভিযোগ খাড়গের


নিজস্ব সংবাদদাতাঃ
বৃহস্পতিবার আদানি ইস্যুতে মল্লিকার্জুন খাড়গে সংসদে একটি সংসদীয় নোটিশ দিয়েছেন। কংগ্রেস আদানি এফপিও প্রত্যাহারের বিষয়ে আলোচনার দাবি করছে। এদিন বিজয় চৌকে সংবাদ সম্মেলন করল বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, 'এলআইসি, পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির বাজার মূল্য হারানো সংস্থাগুলিতে বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা বিধি ২৬৭ এর অধীনে বিজনেস নোটিশ স্থগিত করেছি। একটি যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে একটি দলের এই বিষয়ে তদন্ত করা উচিত।'