নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে পুলিশ প্রধানসহ ৮ জন নিহত

author-image
Harmeet
New Update
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে পুলিশ প্রধানসহ ৮ জন নিহত

নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে চলতি মাসের শেষদিকে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ সহিংসতায় এক বিভাগীয় পুলিশ প্রধানসহ আটজন নিহত হয়েছেন। নিরাপত্তাহীনতা এমন একটি দেশের ভোটারদের জন্য একটি বড় ইস্যু যেখানে সশস্ত্র দলগুলো গ্রামে এবং মহাসড়কে মানুষকে আতঙ্কিত করে এবং মুক্তিপণের জন্য অপহরণ করে। বেনু রাজ্য পুলিশের মুখপাত্র আনেন সেউইস ক্যাথরিন বলেন, 'বন্দুকধারীরা মারকুদি-নাকা সড়ক অবরোধ করার পর বেনু রাজ্যের পুলিশ তাৎক্ষণিক আহ্বানে সাড়া দেয়।' ক্যাথরিন এক বিবৃতিতে বলেন, 'নাকা শহরের বিভাগীয় পুলিশ কর্মকর্তা মামুদ আবুবকরের নেতৃত্বে একদল পুলিশ সশস্ত্র দল বন্দুকযুদ্ধে অংশ নেয়। তবে দলের নেতৃত্বে থাকা ডিপিও (বিভাগীয় পুলিশ কর্মকর্তা) গুলিবিদ্ধ হন এবং তাকে নাকার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে শেষ পর্যন্ত তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।' পুলিশের একটি সূত্র জানিয়েছে, সশস্ত্র দলের সঙ্গে লড়াইয়ের সময় আরও দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।