New Update
/anm-bengali/media/post_banners/LnItpxq2LCqswENZpS3Q.jpg)
নিজস্ব সংবাদদাতা: ডিআর কঙ্গোতে সফর করছেন পোপ ফ্রান্সিস। বুধবার সংঘাত-বিধ্বস্ত দেশটিতে তার সফরের দ্বিতীয় দিনে অশান্ত অঞ্চল থেকে সহিংসতার ভয়াবহ বিবরণ শোনেন তিনি।
তারপর ডিআর কঙ্গোতে সংঘটিত নিষ্ঠুর নৃশংসতার নিন্দা করেছেন তিনি। ডিআর কঙ্গোর রাজধানীতে 'হলি সি'র কূটনৈতিক মিশন কিনশাসার অ্যাপোস্টলিক নুনসিয়েচারে ফ্রান্সিস দ্বন্দ্বের শিকার হওয়া মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us