নিজস্ব সংবাদদাতা: আগামী ১ এপ্রিল থেকে রাজ্যে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে সরকারি গাড়ি বাতিল করা হবে। তার পর ধাপে ধাপে বেসরকারি গাড়ি বাতিলের পথে হাটবে রাজ্য সরকার। এক অনুষ্ঠানে গিয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এই মর্মে রাজ্যের সমস্ত আরটিও-কে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, 'জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহণ নীতি অনুযায়ী ১৫ বছরের উপর গাড়িকে ধাপে ধাপে বাতিল করা হবে। বাতিল করা গাড়িকে ভাঙার জন্য প্রতিটি জেলায় স্ক্র্যাপ ইউনিটও তৈরি করা হবে।'