পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে তৈরি হয়েছে এই বাজেট: নির্মলা সীতারমন

author-image
Harmeet
New Update
পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে তৈরি হয়েছে এই বাজেট: নির্মলা সীতারমন



নিজস্ব সংবাদদাতাঃ
বুধবার সংসদে শুরু হল বাজেট অধিবেশন। বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি বলেন, 'পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে তৈরি হয়েছে এই বাজেট। এই বাজেটে অর্থনৈতিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। ২ হাজার কোটি টাকার দামী শস্যকে আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে তালিকায় প্রথমেই আছে বাজরা। দ্বিতীয় সারা পৃথিবীতে রপ্তানিযোগ্য জোয়ার, বাজরা ইত্যাদিও আছে। এগুলিকে আমরা শ্রী অন্ন বলছি এবং এর উৎপাদনে জোর দিচ্ছি। আমরা ভারতকে শ্রীঅন্ন গ্লোবাল হাব তৈরি করতে চাইছি। এর সঙ্গে পশুপালন ও মৎস্যচাষেও জোর দেওয়া হচ্ছে। সরকার সমবায় ভিত্তিক উন্নয়নের কথা ভাবছে। সবুজ শক্তি উৎপাদনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আমরা দেখব যাতে কৃষকরা তাঁদের শস্যের উপযুক্ত দাম পান।'