নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডের উত্তরকাশিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে উত্তরকাশীর বাদকোট এলাকার রানা গ্রামে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এসডিআরএফের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।