স্বাধীনতার দিনে গরিব দুঃস্থ শিশুদের হাতে পুস্তক তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা

author-image
New Update
স্বাধীনতার দিনে গরিব দুঃস্থ শিশুদের হাতে পুস্তক তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর:  আজ সারা দেশ জুড়ে গৌরবের সঙ্গে পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকার মাতৃভূমি ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা এই স্বাধীনতার দিনে এলাকার গরিব দুঃস্থ শিশুদের হাতে পড়ার বই, খাতা, কলম তুলে দিল। সংস্থার তরফে প্রথমেই সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়  ও দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

সংস্থার সভাপতি বিশ্বজিৎ ঘোষ জানান, এই লকডাউনের মধ্যে বিদ্যালয়গুলো বন্ধ, পড়াশোনার একটা চরম অব্যবস্থা চলছে। তাই ঘরে বসেই গরিব দুঃস্থ ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার জন্যই এই উদ্যোগ। আগামী দিনে এলাকার গরিব দুঃস্থদের পাশে দাঁড়াতে চায় এই সংস্থা এবং আগামীতে এলাকার গরিব দুঃস্থদের জন্য নতুন বস্ত্র প্রদানের পরিকল্পনা রয়েছে সংস্থার। হাতে বই খাতা পেয়ে, মিষ্টিমুখ করে স্বভাবতই খুশি দুঃস্থ কচিকাঁচারা।