স্বাধীনতা দিবসে নেতাজির আবক্ষ মূর্তি উন্মোচন

author-image
New Update
স্বাধীনতা দিবসে নেতাজির আবক্ষ মূর্তি উন্মোচন

হরি ঘোষ, জামুড়িয়া: 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৬০নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ডোবরানা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন ও এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রবোধ কুমার রানার স্মরণ সভা। ডোবরানা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ ভট্টাচার্য্য। সুদীপ ভট্টাচার্যের হাত দিয়ে নেতাজি মূর্তি উন্মোচন করা হয়। ডোবরানা ইউনাইটেড ক্লাবের সম্পাদক শ্রীমন্ত ঠাকুর জানান,  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত করেন তারা। তার সঙ্গে গ্রামবাসীদের বহু দিনের ইচ্ছে ছিল ডোবরানা গ্রাম ঢোকার মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি স্থাপনা করা। এই বিশেষ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরে তারা গর্বিত।

আজ বিশিষ্ট সমাজসেবী প্রবোধ রানার স্মরণ সভাও অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিদ্ধার্থ রানা, গোপীনাথ পাত্র,  গ্রাম পঞ্চায়েতের প্রধান বুধন গড়াই, বিশিষ্ট শিক্ষক বাদল চন্দ্র মাজি, লক্ষীকান্ত ঘোষ সহ ক্লাব ও গ্রামের বিশিষ্ট মানুষেরা।