আগামীকাল থেকেই দার্জিলিঙে চালু হতে চলেছে টয় ট্রেন

author-image
New Update
আগামীকাল থেকেই দার্জিলিঙে চালু হতে চলেছে টয় ট্রেন

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: পর্যটকদের জন্য খুশির খবর। তিন মাসের উপর বন্ধ থাকার পর আগামীকাল থেকেই দার্জিলিঙে চালু হতে চলেছে টয় ট্রেনের জয় রাইড। উত্তর পূর্ব সীমান্ত রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক সি.পি শর্মা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আপাতত জানা গেছে, দার্জিলিং থেকে ঘুম হয়ে ফের দার্জিলিং পর্যন্ত প্রতিদিন ছটি জয় রাইড চলবে। এর মধ্যে বাতানুকূল কোচ যেমন থাকছে তেমনি নতুন ভিস্তাডোম কোচও থাকবে। এদিন দার্জিলিং হিমালয়ান রেলের তরফে জয় রাইডের সময়সূচিও প্রকাশ করা হয়েছে। অন্যান্য ট্রেনের মতোই অনলাইনে এই জয় রাইডের টিকিট অগ্রিম বুক করতে পারবেন আগ্রহী পর্যটকরা।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় টয় ট্রেন পরিষেবা। মাঝখানে কিছুদিন চালু করা হলেও ফের তা বন্ধ হয়। নতুন করে জয়রাইড চালু করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা অনেকেই। ইতিমধ্যেই করোনা টিকার ডাবল ডোজ বা আরটি পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখিয়ে পর্যটকরা পাহাড়ে যেতে পারছেন। করোনা বিধি মেনে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দার্জিলিং। এই পরিস্থিতিতে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ টয় ট্রেনের এই জয় রাইড পরিষেবা চালু হলে পুজোর আগে তা পর্যটন শিল্পকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।