নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সংসদরে দুই কক্ষে বাজেট অধিবেশন নিয়ে যৌথ ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সন্ত্রাসবাদ রোখা প্রসঙ্গ থেকে শুরু করে আত্মনির্ভর ভারত, কেন্দ্রীয় সরকারের প্রশংসা করতে শোনা যায় রাষ্ট্রপতিকে। আর এই নিয়েই এবার কটাক্ষ করলেন কংগ্রেস শিবির। এদিন কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, 'রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, তবে মনে হচ্ছে বিজেপি সরকার তাঁর মাধ্যমে পরবর্তী নির্বাচনী প্রচার চালাচ্ছে। পুরো ভাষণটি ছিল একটি নির্বাচনী ভাষণ। কেন্দ্রীয় সরকার যা করেছে তার জন্য প্রশংসা করার চেষ্টা ছাড়া আর কিছুই ছিল না রাষ্ট্রপতির ভাষণে। তবে সরকার যা কিছু ভাল করতে পারেনি তা বাদ দিয়েছিলেন রাষ্ট্রপতি নিজের মন্তব্যে।'