New Update
/anm-bengali/media/post_banners/StdZQ9FWELp1mqI8NEGe.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীর পক্ষথেকে বাইচ প্রতিযোগিতা করা হলো রাজগঞ্জের ব্লকের গাজলডোবার ভোরের আলো প্রকল্পের সামনে। একদিন তিস্তা ক্যানেলের সামনে আই.টি.বি.পি, বি.এস.এফ,সি, আর.পি.এফ জওয়ানেরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। রীতিমতো স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে জওয়ানরা বিভিন্ন ধরনের নাচ,গান করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us