নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানরা জানান, মঙ্গলবার উত্তর কোরিয়ার উন্নত অস্ত্র উন্নয়ন মোকাবিলায় তাঁরা সর্বদা পাশে থাকবে। এছাড়াও তাঁরা জানান, উত্তর কোরিয়াকে যুদ্ধ প্রতিরোধে সামরিক মহড়া সম্প্রসারণ এবং পারমাণবিক প্রতিরোধ পরিকল্পনা জোরদার করায় সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রশাসন।