ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির সুযোগ


নিজস্ব সংবাদদাতা: ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির সুযোগ। চক্রটা ক্যান্টনমেন্ট বোর্ডে চলছে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে চাকরির সুযোগ। মোট শূন্যপদ ১ টি। সিভিল ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিপ্লোমা থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে।
বেতন- ৩৪,৫০০ - ১,১২,৪০০।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের জন্য ১০০০ টাকা জেনারেল, ৫০০ টাকা ওবিসি এবং এসসি, এসটিদের জন্য ৩০০ টাকা লাগবে। প্রাক্তন সেনা এবং বিভাগীয় প্রার্থীদের জন্য ৮০০ টাকা করে আবেদন মূল্য লাগবে। আবেদনের শেষ দিন ১৯.০২.২০২৩। বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন (https://chakrata.cantt.gov.in/wp-content/uploads/sites/22/2023/01/SCAN0008_page-0002.pdf)। আবেদনের জন্য লিঙ্কে ক্লিক করুন (https://iforms.mponline.gov.in/Profile/Login?ReturnUrl=%2fForm%2fMain%3fexamId%3d64&examId=64)।