New Update
/anm-bengali/media/post_banners/ejVckwL69VzEJt6jWhkS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মেমফিস পুলিশ বলেছে যে টায়ার নিকোলসের মৃত্যুর ঘটনায় সপ্তম অফিসারকে বরখাস্ত করা হয়েছে। এই পুলিশ অফিসারও টায়ার নিকোলসকে মারাত্মক মারধর করেছিলেন। ইতিমধ্যেই ছয়জন অফিসারকে বরখাস্ত করা হয়েছে এবং হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই টায়ার নিকোলসকে মারধরের সেই হাড়হিম করা ভিডিও রিলিজ করেছিল মেমফিস পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us