New Update
/anm-bengali/media/post_banners/kERa1JJuC5wEwII7bUrX.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ শিলিগুড়ির পৌরনিগমে পালিত হলো ৭৫তম স্বাধীনতা দিবস। সকাল বেলায় পৌরনিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব জাতীয় পতাকা উত্তলন করেন। স্বাস্থ্য বিধি মেনেই পৌরনিগমের পক্ষ থেকে এবছর স্বাধীনতা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন পৌরনিগম প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব,সদস্য রঞ্জন সরকার, বিবেক বৈদ প্রমুখ। পৌরনিগম প্রশাসক মন্ডলির সদস্য রঞ্জন সরকার বলেন "ভারতবর্ষের ঐক্য-সংহতি-ভ্রাতৃত্ব বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us