নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য সোমবার দক্ষিণাঞ্চলীয় দারা অঞ্চলে একটি বাসে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাতজন গুরুতর আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। দামেস্ক-দারা মহাসড়কের খিরবেত গজলেহ সেতুর কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।