নিজস্ব সংবাদদাতা : প্রতীচীতে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''অমর্ত্য সেনের পরিবার যেন কোনো ভাবে বিব্রত না হন। সারা দেশকে সম্মানিত করেছেন অমর্ত্য সেন। অশ্রদ্ধা করা কিছু মানুষের অভ্যেস। একটা কাগজ পেয়েছিলাম কিছু বলিনি।সত্য জানাতেই আজ এখানে ছুটে আসা।সরকারের জমি দফতর থেকে কাগজ জোগাড় করেছিলাম। রাজ্য সরকারের হাতে থাকা তার জমির নথি তাকে দিয়েছি। অতীতে আমিও বিশ্বভারতীর কোর্ট মেম্বার ছিলাম। বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের চোখে দেখি, গৈরীকরণের চোখে নয়। ২৪ জানুয়ারি সম্ভবত চিঠি দেওয়া হয়েছিল। বিশ্বভারতীকে জমি দেওয়ার রেকর্ড বার করা হয়েছে। ১৯৮৪ সালে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতরের তথ্য তাই বলছে।''