এম এম কীরাবাণির সঙ্গে কঙ্গনা?

author-image
Harmeet
New Update
এম এম কীরাবাণির সঙ্গে কঙ্গনা?

নিজস্ব সংবাদদাতাঃ  এ বার সমাজমাধ্যমে নিজের পরের কাজ সংক্রান্ত খবর দিলেন অভিনেত্রী। পরবর্তী ছবি ‘চন্দ্রমুখী ২’-তে গোল্ডেন গ্লোব জয়ী এব‌ং অস্কার মনোনীত সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণির সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।  দক্ষিণী পরিচালক পি বসুর ‘চন্দ্রমুখী ২’ ছবিতে কাজ করতে চলেছেন কঙ্গনা রানাউত। আপাতত সেই গানের মহড়ায় ব্যস্ত অভিনেত্রী। ছবির একটি গানের জন্য বিখ্যাত ভারতীয় নৃত্যকার কলা মাস্টারের কাছে তালিম নিচ্ছেন কঙ্গনা। মহড়ার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই অস্কার মনোনীত ‘নাটু নাটু’ গানের সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণির সঙ্গে কাজ করার কথা জানান কঙ্গনা।