নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে অনুশাসনহীনতার জন্য ভারতের তারকা কুস্তিগির বিনেশ ফোগতকে অস্থায়ীভাবে সাসপেন্ড করেছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এবার নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে দেশে কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে ইমেল করলেন বিনেশ। ইমেলে বিনেশের বক্তব্য দেখে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে তা ঠিক করবে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নিয়মানুবর্তিতা সংক্রান্ত কমিটি।