New Update
/anm-bengali/media/post_banners/MpDz79g0GNdYhrWoxJlZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সংসদীয় বাজেট অধিবেশনের আগে কেন্দ্রীয় সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছিল। আর এই বৈঠক শেষে এদিন বিজেডি সাংসদ সস্মিত পাত্র বলেন, 'মহিলা সংরক্ষণ বিল এই অধিবেশনে বিজেডির জন্য অগ্রাধিকার হতে চলেছে। আমরা বিলটি পাশের জন্য জোর দিয়েছি। বিল পাশের বিষয়টি নিশ্চিত করতে সরকারকে চাপ দেওয়ার জন্য আমরা অবিজেপি দলগুলির সাথেও ঐকমত্য গড়ে তুলব।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us