জি-২০: চেন্নাইয়ে পৌঁছেছেন বিদেশী প্রতিনিধিরা

author-image
Harmeet
New Update
জি-২০: চেন্নাইয়ে পৌঁছেছেন বিদেশী প্রতিনিধিরা


নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে হতে চলেছে জি-২০ এর 'এডুকেশন ওয়ার্কিং গ্রুপ' এর সভা এবং সেমিনার। তার আগে বিদেশী প্রতিনিধিরা চেন্নাইয়ে পৌঁছেছেন। 

your image

৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই সভা। বিশ্বে শিক্ষার উন্নয়নের বিষয়ে এই সভায় আলোচনা হবে।

your image