নিজস্ব সংবাদদাতাঃ '২৪' ও 'বোশ' ছবিতে অভিনয়ের পাশাপাশি ২০১৩ সালের ভিডিও গেম 'দ্য লাস্ট অব আস'-এ টেস চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত অভিনেত্রী অ্যানি ওয়ারশিং দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। জানা গিয়েছে, অভিনেত্রীর পরিবারের জন্য তহবিল সংগ্রহের জন্য তৈরি করা গোফান্ডমি অ্যাকাউন্টের মাধ্যমে ওয়ারশিংয়ের মৃত্যুর কথা ঘোষণা করা হয়। ক্যাম্পেইনটি শেয়ার করেছেন 'দ্য রুকি' শোরানার অ্যালেক্সি হাউলি, 'দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ'-এর শোরানার জুলি প্লেক এবং 'দ্য লাস্ট অব আস'-এর ক্রিয়েটিভ ডিরেক্টর নেইল ড্রাকম্যান।