New Update
/anm-bengali/media/post_banners/VzD5TBVsoBphWxM5hwbq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হামলার কয়েক ঘণ্টা পর রবিবার সন্ধ্যায় ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাস প্রয়াত হলেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক তাকে গুলি করলে মন্ত্রী গুরুতর আহত হন বলে জানা গিয়েছিল। ঘটনাটি ঘটেছে পশ্চিম ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগর শহরের একটি ব্যস্ত চত্ত্বরে। অ্যাপোলো হাসপাতালের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "অপারেশনের সময় দেখা যায় যে একটি গুলি শরীরে প্রবেশ করেছে। যার ফলে হার্ট এবং বাম ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়েছিল"।
Odisha Health Minister Naba Das succumbs to bullet injuries after being shot by a policeman in Jharsuguda district earlier today pic.twitter.com/es4TQtuIPR
— ANI (@ANI) January 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us