'কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে,' প্রশ্নপত্র ফাঁসকাণ্ড নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
'কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে,' প্রশ্নপত্র ফাঁসকাণ্ড নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতাঃ
গুজরাটে প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এবার রাজ্য সরকারকে খোঁচা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, 'গুজরাটের প্রায় প্রতিটি পরীক্ষাই ফাঁস হয়ে যায়। কেন? কোটি কোটি তরুণের ভবিষ্যত নষ্ট হয়ে গেছে।' উল্লেখ্য, গুজরাট পঞ্চায়েত সার্ভিস সিলেকশন বোর্ড আজ ২৯ শে জানুয়ারি অনুষ্ঠেয় জুনিয়র ক্লার্ক নিয়োগ পরীক্ষা বাতিল করেছে। জানা গেছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েত জুনিয়র ক্লার্কের ৩৩৫০ টি পদে নিয়োগের জন্য ১৭ লক্ষ প্রার্থীর আজ পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের খবর পেয়ে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।